প্রিয় বিক্রেতাবন্ধু,
দেশের ১ নম্বর 4G অপারেটর রবি’র পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার ব্যবসাকে আরো লাভবান করার লক্ষ্যে রবি নিয়ে এলো আপনার জন্য এয়ারটেল এর সিংগেল অ্যাপ অ্যাক্টিভেশন ক্যাম্পেইন।
ক্যাম্পেইনের সময়কালঃ ১ডিসেম্বর – ৩১ডিসেম্বর‘১৯ ।
ক্যাম্পেইন বিবরন-
সিংগেল অ্যাপ অ্যাক্টিভেশন এর জন্য
১০ টাকা [নেট]/ প্রতি সিংগেল অ্যাপ অ্যাক্টিভেশন
ক্যাম্পেইন শেষে আপনার যোগ্য ইনসেনটিভ আপানার ইজিলোড নম্বরে একবারেপেয়ে যাবেন
অন্যান্য শর্তসমূহ,
প্রতিটি সিংগেল অ্যাপের স্মার্টফোন ট্যাগিং আলাদা হতে হবে।
শুধুমাত্র প্রথমবার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রযোজ্য। পূর্বে ব্যবহৃত নম্বর গণ্য হবে না
অ্যাপ ডাউনলোডের দিনে যেকোনো একটি ডাটা প্যাক অ্যাপের মাধ্যমে ক্রয় করতে হবে
এসএমএসটি অবশ্যই রিটেলার ইজিলোড নম্বর থেকে করতে হবে
কমিশন প্রদানের বিষয়ে রবি কতৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
বিটিআরসি’র সকল নীতিমালা (দেখুন - http://www.btrc.gov.bd) সর্বসময় মেনে চলতে হবে
অতএব, আর দেরি না করে আজই মেতে উঠুন আকর্ষণীয় এই অফারে। এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য এয়ারটেল-এর বিক্রয় প্রতিনিধির সাথে যোগাযোগ করুন।
ধন্যবাদান্তে,
সেলস অপারেশন
রবি আজিয়াটা লিমিটেড
(রবি কর্তৃপক্ষ কোনো প্রকার পূর্ব ঘোষণা ব্যতিত অফারের যে কোনো প্রকার পরিবর্তন/ পরিমার্জন/ সংশোধন/ বিয়োজন অথবা সম্পূর্ণ বাতিল করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে। সকল কমিশন মূল্যের উপর সরকার কর্তৃক সময়ে সময়ে আরোপিত VAT/AIT/SUR Charge (SC) ইত্যাদি প্রযোজ্য)
0 Comments