এয়ারটেল সিংগেল অ্যাপ অ্যাক্টিভেশন ক্যাম্পেইন

প্রিয় বিক্রেতাবন্ধু,

দেশের ১ নম্বর 4G অপারেটর রবি’র পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার ব্যবসাকে আরো লাভবান করার লক্ষ্যে রবি নিয়ে এলো আপনার জন্য এয়ারটেল এর সিংগেল অ্যাপ অ্যাক্টিভেশন ক্যাম্পেইন।

ক্যাম্পেইনের সময়কালঃ ১ডিসেম্বর – ৩১ডিসেম্বর‘১৯ ।

ক্যাম্পেইন বিবরন-

সিংগেল অ্যাপ অ্যাক্টিভেশন এর জন্য
১০ টাকা [নেট]/ প্রতি সিংগেল অ্যাপ অ্যাক্টিভেশন
ক্যাম্পেইন শেষে আপনার যোগ্য ইনসেনটিভ আপানার ইজিলোড নম্বরে একবারেপেয়ে যাবেন

অন্যান্য শর্তসমূহ,

প্রতিটি সিংগেল অ্যাপের স্মার্টফোন ট্যাগিং আলাদা হতে হবে।
শুধুমাত্র প্রথমবার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রযোজ্য। পূর্বে ব্যবহৃত নম্বর গণ্য হবে না
অ্যাপ ডাউনলোডের দিনে যেকোনো একটি ডাটা প্যাক অ্যাপের মাধ্যমে ক্রয় করতে হবে
এসএমএসটি অবশ্যই রিটেলার ইজিলোড নম্বর থেকে করতে হবে
কমিশন প্রদানের বিষয়ে রবি কতৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
বিটিআরসি’র সকল নীতিমালা (দেখুন - http://www.btrc.gov.bd) সর্বসময় মেনে চলতে হবে


অতএব, আর দেরি না করে আজই মেতে উঠুন আকর্ষণীয় এই অফারে। এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য এয়ারটেল-এর বিক্রয় প্রতিনিধির সাথে যোগাযোগ করুন।


ধন্যবাদান্তে,
সেলস অপারেশন
রবি আজিয়াটা লিমিটেড

(রবি কর্তৃপক্ষ কোনো প্রকার পূর্ব ঘোষণা ব্যতিত অফারের যে কোনো প্রকার পরিবর্তন/ পরিমার্জন/ সংশোধন/ বিয়োজন অথবা সম্পূর্ণ বাতিল  করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে। সকল কমিশন মূল্যের উপর সরকার কর্তৃক সময়ে সময়ে আরোপিত VAT/AIT/SUR Charge (SC) ইত্যাদি প্রযোজ্য)